সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলা উচিত নয়

প্রতিদিনের একটি লম্বা সময় আমরা কর্মক্ষেত্রে কাটাই। পারিবারিক জীবনের মতো এই জীবনও একটি বিশেষ গুরুত্ব নিয়ে থাকে আমাদের মাঝে। কাজেই কেবল কাজের বিনিময়ে অর্থের মাঝে আটকে থাকে না এই জীবনের চলাফেরা। প্রতিনিয়তই আমাদের কথাবার্তা হয় সহকর্মীদের সঙ্গে। কখনো হয়তো সে বন্ধুও হয়ে উঠে। কিন্তু ভুলবেন না যে সে আপনার সহকর্মী। তাই তার সঙ্গে কোন কথাগুলো শেয়ার করা উচিত নয় জেনে রাখুন।

আর্থিক অবস্থা

আপনার আর্থিক অবস্থা সম্পর্কে অফিসে কখনোই কারো সঙ্গে আলোচনা করবেন না। আপনার আয় কত, আপনাকে মাসে কত টাকা ব্যয় করতে হয় সংসার চালানোর জন্য, কোথায় কত টাকার সঞ্চয় রয়েছে, এসব আলোচনা করবেন না।

পরনিন্দা-পরচর্চা

কাজের জায়গায় সবাইকে যে পছন্দ হবে, এমনটা নাও হতে পারে। আবার কোনও কারণে অনেক সহকর্মীর সঙ্গেই কথা কাটাকাটি বা মনোমালিন্য হতে পারে। কিন্তু তার সমালোচনা অন্য সহকর্মীর সঙ্গে করবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, ম্যানেজার কাউকে নিয়েই কোনও আলোচনা করবেন না।

রাজনীতি নিয়ে আলোচনা

আপনার রাজনৈতিক আদর্শ আপনার সহকর্মীর সঙ্গে না-ই মিলতে পারে। আপনাদের দুজনের বিশ্বাস, চিন্তাভাবনা আলাদা হতেই পারে। কিন্তু এসব বিষয় কাজের জায়গায় আলোচনা করবেন না। এতে পেশাদার সম্পর্ক নষ্ট হতে পারে। একই ভাবে, ধর্মীয় বিশ্বাস সম্পর্কে‌ও আলোচনা না করাই ভালো।

নতুন চাকরি খোঁজার কথা

আপনি হয়তো নতুন চাকরি খুঁজছেন, কিন্তু সেটা ভুলেও অফিসের কাউকে জানাবেন না। সহকর্মী যতই শুভাকাঙ্ক্ষী হোক, এই ধরনের কথা ফাঁস হয়েই যায়। আর কোনোভাবে এই ধরনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেলে সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়ে সতর্ক থাকুন।

সম্পর্কের টানাপোড়ন

ব্যক্তিগত জীবনে আপনি কী-কী করছেন, কার সঙ্গে ডেটে যাচ্ছেন, দাম্পত্য জীবনে কী চলছে—এই ধরনের কোনও কথাই সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না। হতেই পারে এই সব বিষয় নিয়ে আপনার পিছনে কেউ সমালোচনা করছে, কিংবা আপনার মজা ওড়াচ্ছে। তাই ব্যক্তিগত জীবনে সম্পর্ক যেমনই হোক তা নিয়ে অফিসে আলোচনা একদম নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights